“Help For The Humanity” একটি অলাভজনক সেবা মূলক সংগঠন। সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে “সবাই মিলে একসাথে মিলে মিশে সবার পাশে” স্লোগানে তাদের যাত্রা শুরু করে। একঝাক তরুন প্রজন্ম তাদের নিজেদের উদ্দ্যোগে সেবা মূলক সংগঠনটি চালিয়ে নিয়ে যাচ্ছে। একটি সেবা মূলক সংগঠন হওয়ার কারনে এর সাথে যুক্ত সকল ব্যাক্তিবর্গ অত্যন্ত দ্বায়িত্বশীলতার সাথে সেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে। সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদার মাধ্যমে উত্তোলন কৃত টাকায় তারা তাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে।
“Help For The Humanity” সংগঠনটি মূলত ৪টি প্রধান খাত নিয়ে কাজ করে যাচ্ছে। এগুলো হলোঃ ১। Clean Water বা নিরাপদ পানি, ২। Food-Cloth-Education বা খাদ্য-বস্র-শিক্ষা, ৩। Health Treatment বা স্বাস্থ্য সুরক্ষা এবং ৪। Poverty Alleviation বা দারিদ্র বিমোচন।
সংগঠন ইতিমধ্যে অনেকগুলো সেবা মূলক কার্য্যক্রম সফল ভাবে সম্পন্ন করেছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে শীত বস্র বিতরন, মেধাবী দরিদ্য ছাত্র-ছাত্রীকে আর্থিক ভাবে সহায়তা করা, স্বাস্থ্য সেবা চালু করা, এবং সর্বশেষ মহামারি কভিড-১৯ সময়ে নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানো। সামনে আরো নতুন নতুন কিছু সেবা মূলক কার্যক্রম হাতে নিয়েছে। সেবা মূলক কার্যক্রমে অনেকেই সাড়া দিয়েছে। সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলা এবং সবাইকে সাথে নিয়ে ভালো ভাবে থাকা এই নীতিতেই সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ করে যাচ্ছে। সেবা মূলক সংগঠনটিতে রাজনৈতিক কোন কর্মকান্ডের সাথে যুক্ত নয়। সংগঠনটির তাদের সদস্যদের মতামতের উপর ভিত্তি করে যে কোন সিদ্ধান্ত গ্রহন বা বর্জন করে থাকে।